Thursday, November 2, 2017

সোফিয়া ওয়াদিয়াঃ ভারতীয় পি ই এন প্রতিষ্ঠাতা




ভারতীয় পি ই এন প্রতিষ্ঠাতা সোফিয়া ওয়াদিয়াকে আমরা অনেক ভারতীয়রাই চিনিনা জানিনা। তার কিছু পরিচিত এখানে আমি দিলাম। তিনি ভারতীয় সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নাম। তিনি লেখক ছিলেননা, সম্পাদক হিসাবে ও প্রকাশিকা হিসাবে ভারতের আঞ্চলিক সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন।


কেমব্রীজ ইউনিভারসিটি প্রেস প্রকাশিত Indian English and The Fiction of National Literature. by Rosemary Marangoly George, সাহিত্য আকাদেমি ও নানা উৎস থেকে ভারতীয় পি ই এন বা পেন এর প্রতিষ্ঠা ও ভারতীয় সাহিত্যের প্রসারের আরম্ভ খুঁজলে একটি উৎসর্গিত নাম দেখা যায় সে নামটি হল সোফিয়া ওয়াদিয়া। ভারত সরকার তাকে ১৯৬০ সালে সমাজ সেবি হিসাবে সেরা চতুর্থতম পুরষ্কার 'পদ্মশ্রী' (the fourth highest Indian civilian award ) ত্র ভূষিত করেন। সোফিয়া ক্যামাচু, ১৯০১ সালে আমেরিকার কলম্বিয়াতে জন্মান , সেখানে , প্যারিসে, লন্ডনে ও নিউইয়র্কে পড়াশুনা করেন সোফিয়া স্পেনিশ-আমেরিকা বংশ জাত। ১৯২৭ সালে বি পি ওয়াদিয়া বিখ্যাত অধ্যাত্মবিদ্যা বা ব্রম্মজ্ঞানী, ও পণ্ডিত তার সাথে সাক্ষাৎ করেন ও ১৯২৮ সালে তার সাথে বিবাহবদ্ধ হন। তিনি প্রথন আন্তর্জাতিক পি ই এন বা পেন এর সাথে পরিচিত হন এবং ভারতে ১৯৩০ সালে পেন সংগঠন প্রতিষ্ঠা করেন আজকের মুম্বাইতে। সাহিত্য, সমাজ শিক্ষা ও শান্তি ও অধ্যাত্মবিদ্যা (থিওজফি) নিয়ে সারাজীবন খুব ঢৃড়তার সাথে কাজ করেন। তার সাথে ভারতের উচ্চশিক্ষিত, নেতৃবর্গ, কবি লেখক প্রাবন্ধিক প্রমুখের সাথে যোগাযোগ ছিল ও তিনি সাহিত্যের ও শান্তির জন্য অনেক উল্লেখযোগ্য কাজ করতে পেরেছিলেন। তিনি ধর্ম ও সাহিত্যের জন্য দুটি সাময়িকী প্রকাশ করতেন The India PEN (১৯৩৪ সালে) ও The Aryan Path, এবং আজীবন তার সম্পাদক ছিলেন। রবি ঠাকুরের সাথে তার যোগ ছিল, চল্লিশের শুরুতে তিনি দুটি অসাধারণ বই প্রকাশ করেন , তার নাম Preparation for Citizenship (১৯৪১ সালে) তাতে রবি ঠাকুরের মুখবন্ধ লেখা ছিল। ২য় বইটির নাম The Brotherhood of Religions (১৯৩৬ সালে) সেটি মুখবন্ধ লিখে ছিলেন মহাত্মা গান্ধী। ১৯৫৮ সালে তার স্বামী বি পি ওয়াদিয়া মারা যান। তিনি ১১ টী সারা ভারত লেখক সম্মেলন করেন। ২৭ শে এপ্রিল ১৯৮৬তে ৮৫ বছর বয়সে তিনি মারা যান। তার জীবন ও কর্ম দেশ বিদেশের নানা জনের লেখায় পত্রপত্রিকায়, বিধৃত আছে। Indo-Anglian Literature by K. R. Srinivasa Iyengar এবং Madame Sophia Wadia ' Friend, Philosopher and Guide' by Nissim Ezekiel বই দুটি সাহিত্য আকাদেমি রপ্রকাশনা, থেকে এই শ্রদ্ধেয় রমণীর মহানুভবতা ও কর্ম জানা যায়। তিনি প্রথম সারা ভারতের সকল জাতির সাহিত্যকে বিদেশে প্রকাশ করবেন বলে একটি উল্লেখযোগ্য প্রকাশন শুরু করেছিলেন। সরাসরি প্রত্যেক ভারতীয় রাজ্যগুলির তাদের নিজেদের ভাষা জানা দক্ষ পন্ডিত দের নিয়ে অনুবাদের সাথে শুরু করেছিলেন। এই অনুবাদের মাধ্যমে আমরা এক ভাষী লোক অন্য ভাষীর কৃষ্টি ও সংস্কৃতি জানতে পারি। এখানে তার কিছু ছবি রাখা হল। - আত্মজ উপাধ্যায়

 নীচের ছবিতে ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের সাথে মাদাম সোফিয়া ওয়াদিয়া

Contact   https://writerspenindia.wordpress.com/about/


সোফিয়া ওয়াদিয়াঃ ভারতীয় পি ই এন প্রতিষ্ঠাতা

ভারতীয় পি ই এন প্রতিষ্ঠাতা সোফিয়া ওয়াদিয়াকে আমরা অনেক ভারতীয়রাই চিনিনা জানিনা। তার কিছু পরিচিত এখানে আমি দিলাম। তিনি ভারতীয় সাহিত্যের...